রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবহান, উপজেলা উপসহকারী প্রকৌশলী ইউনুছ আলী, উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হান্নান সহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার আঁখি সরকার, উপজেলা আইসিটি অফিসার রুবেল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস.এম আবু মোতালেব, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব’র সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, ফুলছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।