গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতার মঞ্চে সোমবার ২৪ (ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।
পড়ো বাংলাদেশ এর পরিচালক বই মেলার আহ্বায়ক মাহফুজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও কথা সাহিত্যিক মনোয়ার লিটন,আবৃতি শিল্পী মাগফুরুল হাসান বিদ্যুৎ,ডাঃ মুরাদ হোসেন,সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর পরিচালক গোলাপ খন্দকার,সূর্যমুখী স্কুলের সহকারী শিক্ষক ও কবি ফরহাদ হোসেন, শামীম আহম্মেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন তোফাজ্জল হোসেন ও মুশফিকা জান্নাত। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ৫টি স্টল স্থাপন করা হয়েছে