কে. এম. সাখাওয়াত হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক গ্রন্থতা ও প্রকাশনা সম্পাদক, নেত্রকোনা-৪ আসনে তিনবারের সাবেক সাংসদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা কি প্রস্তুত আছি? কোন অবস্থাতেই আমরা যেন ষড়যন্ত্রে ফাঁদে পা না দেই। পাশাপাশি প্রস্তুত থাকি কেউ যদি ষড়যন্ত্র করে আমরা আগের মতো সোচ্চার হবো।”
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত সদস্য সচিব সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় ও আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে পৌরশহরের মোক্তাপাড়া মাঠে দীর্ঘদিন কারাভোগকারী ১৭ বছর পর নিজ জেলায় গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “সবার আগে বাংলাদেশ। আমি কখনো স্বাধীনতা বিরোধী কাজ করিনি এবং কাউকে করতে দেয়নি। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলুপ্ত হতে দিবো না। আওয়ামী সরকারের আমলে আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে দিয়ে অনেক কৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু তারা পারেনি।”
এ গণসংবর্ধনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আরিফা জেসমিন নাহীন, অ্যাড. নুরুজ্জামান খান, এসএম মনিরুজ্জামান দুদু, ইসলাম উদ্দিন খান চঞ্চলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আরো অনেকবৃন্দ।