ববি প্রতিনিধি:
তামজিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শুচিতা শরমিন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন’ তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত বলে তিনি মনে করেন। উপাচার্য আহতদের সুস্থতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে আহ্বান জানান।