ববি প্রতিনিধি:
তামজিদ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সাড়ে নয়টাই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই প্রতিবাদ ও মিছিল করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন হয় এবং মোমবাতি প্রজ্বলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন সহ প্রক্টর ড.সোনিয়া খান সনি ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন অংশগ্রহণ করেন।
এই সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন” আমি একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাস হিসাবে দেখতে চাই। সেজন্য নারী ও পুরুষ শিক্ষার্থী সকল কে সমন্বিত ভাবে কাজ করতে হবে এবং ক্যাম্পাস কে নিরপরাধ দেখতে চাই। বিশ্ববিদ্যালয় যে কয় একটি ঘটনা ঘটেছে তার জন্য কমিটি গঠন করা হয়ছে।
আমি চাই এই গুলোর দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা যাবে।” সমাবেশে নারী ও পুরুষ সবাই অংশগ্রহণ করেছিলো। সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন এবং ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।