তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় ৪০ লক্ষ টাকা সমমান মূল্যের দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাসিমনগর এলাকায় এ জমি উদ্ধারোভিজান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
পরে ওই জমিতে সরকারের নামে প্রদর্শনকৃত সাইনবোর্ড টানানো হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার কাসিমনগর মৌজায় ২০ একরের ওই ভূমি এস এ এবং আর এস রেকর্ডে সরকারের নামে রেকর্ডভুক্ত থাকার পরেও দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন ব্যক্তি দখল করে ভোগ করে আসছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে ।