নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
এরপর কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, কেন্দুয়া মিডিয়া ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শহীদ মিনারে ভিড় জমিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। সকলেই ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আত্মত্যাগের মহিমা স্মরণ করেন।
এই আয়োজনে কেন্দুয়ার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক। যা ভাষা শহীদদের প্রতি কেন্দুয়া বাসীর অগাধ ভালোবাসার প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।