বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (আইইউএসএসি)-এর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ এবং সদস্য সচিব হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান হৃদয় মনোনীত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিব ও আহমদ মুসা, যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া সদস্য নাজমুস শাহাদাত, মোদাচ্ছির হোসাইন, রাকিব হোসেন, মাসুম বিল্লাহ, মুরসালিন, নিশাত উলফত, নাইম হোসাইন, মোহাম্মদ হোসেন, মোঃ আলিফ হাসান, জেরিন তাসমিয়া, মোঃ শুভ, আবু হামজা, আহোসান, ইব্রাহিম হোসেন, বর্ষা জান্নাত, আবুল হাসান, হাসিম আলী, হাফিজা খাতুন, এনামুল হক, আরাফাত রহমান এবং ওসমান গনি।
সংগঠনটির উপদেষ্টামন্ডলী হলেন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. রেজওয়ানুল হক, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. কামরুন্নাহার, অধ্যাপক ড. রবিউল হক, অধ্যাপক ড. রকিবুল হক, সহযোগী অধ্যাপক মোমিনুল ইসলাম।
নবমনোনীত আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, বিগত দিনে ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যত তেমন কোন কার্যক্রম ছিল না, পূর্বের কমিটি ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেয়। সেই জায়গা থেকে আমরা একটি আংশিক আহ্বায়ক কমিটি প্রদান করি। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন এবং সদস্যদের প্রত্যক্ষ বোর্ডে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে।