বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ‘গেট টুগেদার ও সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হবে।
এতে স্মৃতি চারণ, অ্যালামনাইদের সন্তান সন্ততিদের খেলাধুলা ও পুরস্কার বিতরণ, সকল রেজিস্ট্রার্ড অ্যালামনাইদের গিফট সম্বলিত ব্যাগ প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঢাকায় অনুষ্ঠিত প্রথম অ্যালামনাইয়ের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হবে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম।
সংবাদ সম্মেলন তারা জানান, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যালামনাইদের ইবির ইতিহাসের সেরা গেটটুগেদার। আমাদের প্রোগ্রামের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিভাগের গ্রেজুয়েটবৃন্দ উপস্থিত থাকবেন। এতে প্রায় তিন হাজার অ্যালামনাই অংশ গ্রহণ করবেন। এই অনুষ্ঠান আমাদের ভাতৃত্ব ও ঐক্যকে আরো দৃঢ় করবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
তারা আরও জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড.এম. এয়াকুব আলী, যবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদী।