ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলাম শাহিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে কুশাংগল ইউনিয়নের বাকেরগঞ্জের সীমান্ত শ্যামপুর বাজার সংলগ্ন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সাইদুল ইসলাম শাহিন কুশঙ্গল এলাকার মৃত আব্দুস ছালাম হাওলাদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ।
তিনি জানান, ২০২১ সালের নলছিটি থানার একটি মাদক মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিলো পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।