নিজ বাড়িতেই ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। ছয়টি আঘাতের মধ্যে একটি রয়েছে মেরুদণ্ডের কাছে। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে।
প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। সাইফ-কারিনার প্রতিবেশি অভিনেত্রী পূজা ভাট বলেছেন, তিনি এর আগে কখনও এতটা অনিরাপদ বোধ করেন নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক টুইট করেছেন ৫৩ বছর বয়সি এই অভিনেত্রী। এতে তিনি বান্দ্রায় আরও পুলিশ মোতায়েনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, তার সহকারী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার এবং মন্ত্রী আশিস শেলারকে ট্যাগ করেছেন।
পোস্টে মহেশ কন্যা লিখেছেন, ‘এই অনাচার কি দয়া করে দমন করা যায় মুম্বাই পুলিশ? বান্দ্রায় আরও পুলিশ মোতায়েন প্রয়োজন। এই শহর বিশেষ করে বান্দ্রা এর আগে কখনও এত অনিরাপদ বোধ করেনি।
সূত্র:হিন্দুস্তান টাইমস