নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সোলায়মান প্রমুখ।