নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শীত ব্স্ত্র কম্বল পেয়েছে দুই হাজার ৭১৫ শিশুর পরিবার।
বুধবার (১১ ডিসেম্বর) দুপরে ওয়ার্ল্ড ভিশন’ নাজিরপুর এপি’র আয়োজনে সেতু বন্ধন কিন্ডার গার্ডেনের প্রাঙ্গণে শিশু ও দুঃস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের উপজেলার তিনটি ইউনিয়নের শিশুর পরিবার এই কম্বল পেয়ে আনন্দিত।
ওয়ার্ল্ড ভিশন’ নাজিরপুর এপি’র ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান ও ফিল্ড প্রোগ্রাম টেকনিকেল স্পেশালিষ্ট মো কফিল উদ্দিন।