কে.এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি মদন উপজেলার দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হাই। তিনি কিশোরগঞ্জ র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়ক ও মিডিয়া অফিসার।
এরআগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. শফিকুল ইসলামকে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল র্যাব-১১ এর সহায়তায় নরসিংদীর সদর থানাধীন শিক্ষা চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী রাতের খাবারের পর রান্না ঘর পরিস্কার শেষে ময়লা ফেলানোর জন্য ঘরের বাহিরে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা শফিকুল ইসলাম (২৫) ভিকটিমের মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন এবং হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। ভুক্তভোগীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন শফিকুল ইসলাম।
তিনি আরও জানান, এ ঘটনার পর গত ২০ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মদন থানায় মামলা দায়ের করেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।