রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার ১০০টি দুঃস্থ, অসহায়,গরিব প্রতিবন্ধীদের সম্প্রতি শিলাবৃষ্টি, বন্যায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৯-মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্ধকৃত গরীব দুঃখী অসহায় পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ২০০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা হারে মোট ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা’র সভাপতিত্বে বিতরণ কার্যের পূর্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান৷ আরও বক্তব্য দেন, গয়াবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি আমজাদ হোসেন, এসময় বিতরণকৃত ঢেউটিন সাথে নগদ টাকার সঠিক ব্যবহার করা হয় সেই উদ্দেশ্যে বিশদ আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার।