রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ১২ই ফেব্রুয়ারি(সোমবার) নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলিউল ইসলাম অলির বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮টি মোটরসাইকেল, ৬টি গাড়ি ভাঙচুরের হয়েছে।পুলিশ ৪ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়- রাতে একদল সন্ত্রাসী পূর্বাচল ২৬নং সেক্টরে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।এর আগে সন্ধ্যার সময় নাগরী ইউনিয়নের হরদী বাজারে রাজিবের চায়ের দোকানে স্থানীয় মোফাজ্জল ও মাসুদ মিয়ার ওপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন।আহত মোফাজ্জল ও মাসুদ মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জাবেদ কায়সার মাসুদকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
কালীগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি দেখছি।