কে. এম. সাখাওয়াত হোসেন : মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. হেলালুজ্জামান বীরপ্রতীক এবং জয়িতা হামিদা স্মৃতি যাদুঘর উন্মোচন ও সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও গরীব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) এ কর্মসূচীর উদ্বোধন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুর রহমান (ভিপি লিটন)।
আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. হেলালুজ্জামানন ও হামিদা আক্তার খাতুন দম্পতির উত্তরসূরী অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ফারজানা ফেরদৌস জামান এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) কনসালটেন্ট ডা. মো. হাসিবুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন, নেত্রকোণা মেডিকেল কলেজের সহযোগী অপ্যাপক ডা. আব্দুল গণি ও সহকারি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকার, জেলা নারী ও শিশু ট্রাইবুন্যালের বিশেষ পিপি মো. রাসেল আহম্মেদ খানসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।