মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলাকালে বিষ খালী নদীতে অভিযান চালিয়ে মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।
২২ শে অক্টোবর রবিবার সকাল ছয়টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। বরগুনার বিষখালী নদীতে অভিযানে মালিক বিহীন পাতানো ৩ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক প্রায় ৩০ কেজি মা ইংলিশ জব্দ করেছে কাকচিড়া নৌ-পুলিশ ফাড়ী। অভিযান পরিচালনা করেন সাব- ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম, এএসআই রবিউল, এএসআই চন্দন ও তার সকল সঙ্গী ফোর্স।
সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন মাছগুলো সব গরিব অসহায় মানুষ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর অবৈধ কারেন্ট জালগুলি পুড়িয়ে ফেলা হয়েছে।এছাড়াও তাদের অভিযান প্রতিদিনের মতো অব্যাহত থাকবে।