সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

বরগুনার বিষ খালি নদীতে কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ 

যা যা মিস করেছেন

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় সাগর ও নদীতে মাছ ধরায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলাকালে বিষ খালী নদীতে অভিযান চালিয়ে মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ।

২২ শে অক্টোবর রবিবার সকাল ছয়টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। বরগুনার বিষখালী নদীতে অভিযানে মালিক বিহীন পাতানো ৩ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আনুমানিক প্রায় ৩০ কেজি মা ইংলিশ জব্দ করেছে কাকচিড়া নৌ-পুলিশ ফাড়ী। অভিযান পরিচালনা করেন সাব- ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম, এএসআই রবিউল, এএসআই চন্দন ও তার সকল সঙ্গী ফোর্স।

 

সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন মাছগুলো সব গরিব অসহায় মানুষ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর অবৈধ কারেন্ট জালগুলি পুড়িয়ে ফেলা হয়েছে।এছাড়াও তাদের অভিযান প্রতিদিনের মতো অব্যাহত থাকবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ