জসিম উদ্দীন, নেত্রকোণা প্রতিনিধি
শিক্ষা ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
তিন দিন ব্যাপি এ কর্মবিরতির আজ (১০ অক্টোবর) মঙ্গলবার প্রথম দিন কর্মসবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোণা সরকারি কলেজ শাখা। এর আগে ২ রা অক্টোবর কর্মবিরতি পালন করেন উক্ত কলেজের শিক্ষকমন্ডলী।
নেত্রকোণা সরকারি কলেজের সামনে , মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরন, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে কলেজ গেইটের অবস্থান নেয় শিক্ষকরা।
এ সময় নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল বাসেত , উপাধ্যক্ষ আবু তাহের খান সহ সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।