সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

ক্যাডার বৈষম্য নিরসনে নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

জসিম উদ্দীন, নেত্রকোণা প্রতিনিধি

শিক্ষা ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

তিন দিন ব্যাপি এ কর্মবিরতির আজ (১০ অক্টোবর) মঙ্গলবার প্রথম দিন কর্মসবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোণা সরকারি কলেজ শাখা। এর আগে ২ রা অক্টোবর কর্মবিরতি পালন করেন উক্ত কলেজের শিক্ষকমন্ডলী।

নেত্রকোণা সরকারি কলেজের সামনে , মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরন, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে কলেজ গেইটের অবস্থান নেয় শিক্ষকরা।

এ সময় নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল বাসেত , উপাধ্যক্ষ আবু তাহের খান সহ সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ