তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ার প্রভাব মোকাবেলায় সংসদ সদস্যের বরাদ্দকৃত বনজ, ফলজ ও ঔষধী গাছের ৫ হাজার টি চারা বিতরণ এবং সদর উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) মৌলভীবাজার বন বিভাগ ও সদর উপজেলা মৎস অধিদপ্তর কর্তৃক আয়োজিত পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সহ বন বিভাগ, মৎস অধিদপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।