‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৩-২০২৪ সেশনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। (০৪ মে) বৃহস্পতিবার প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি ও নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন ও জনকন্ঠের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজস্ব সংবাদদাতা সদস্য সচিব হুমায়ূন কবীরের স্বাক্ষরে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত (২ মে) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলাম আল আমিনকে আহ্বায়ক ও হুমায়ূন কবীরকে সদস্য সচিব নির্বাচিত করে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নিদের্শ দেন।
পরে ওই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে কমিটিতে আরও ৫ জনকে নির্বাচিত করা হয়। তাঁরা হলেন -যুগ্ম আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি (ঢাকা প্রতিদিন) , আবুল বাশার লিংকন (ময়মনসিংহ প্রতিদিন), হোসাইন মোহাম্মদ তারেক(দ্য মর্নিং গ্লোরি), অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান (আজকের সংবাদ)।