যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের নৈসর্গিক কপোতাক্ষ নদের পড়ে গড়ে ওঠা ফিউচার পার্কের মধ্যে স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, কেশবপুর উপজেলার নিভৃত পল্লীতে ব্যক্তি মালিকানাধীন এ পার্কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘুরতে এসে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে।উল্লেখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে পার্কের মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অসামাজিক কার্যকলাপে জড়িত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।