আইপিএলে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো লিটন দাসের। হায়দরাবাদের পর রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও বাংলাদেশের এই কিপার-ব্যাটারকে খেলায়নি কলকাতা নাইটরাইডার্স। ঘরের মাঠে লিটনবিহীন কলকাতাকে পাঁচ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে চার ম্যাচে মুম্বাই পেল প্রথম জয়।
অন্যদিকে পাঁচ ম্যাচে কলকাতার এটি তৃতীয় হার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেকে দুই ওভার বোলিং করে উইকেট না পেলেও জয়ের স্বাদ পেয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। আইপিএলে বাবা-ছেলের খেলার কীর্তি এই প্রথম। ভেঙ্কটেশ আয়ারের ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংসে ছয় উইকেটে ১৮৫ রান করেছিল কলকাতা।
২০০৮ সালে উদ্বোধনী আসরের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের পর এই প্রথম আইপিএলে সেঞ্চুরি করলেন কলকাতার কোনো ব্যাটার। তাতেও শেষ রক্ষা হয়নি কলকাতার। ইশান কিষানের (৫৮) ফিফটির পর সূর্যকুমার যাদব (৪৩), তিলক ভার্মা (৩০) ও টিম ডেভিডের (২৪*) ব্যাটে ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় মুম্বাই।