আরিফুর রহমান, ঝালকাঠি।।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের ইংরেজি বিভাগের ইলিয়াস বেপারী ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
ইলিয়াস বেপারী ১৬ তম বিসিএস ক্যাডারে শিক্ষকতা করে এসেছেন । এর আগে তিনি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও একাধিকবার শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ইলিয়াস বেপারী জানান, আমাকে সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি দিয়ে অধ্যাপক হিসেবে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আমি নিজ কর্মস্থলে কর্মরত থাকব।
এদিকে তিনি পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ সহ বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।