এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগনের সাথে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে ল্যাপটপ হস্তান্তর করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস,ধর্মপাশা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান উল্লাহ মুকুল,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ এবং ডিজিটাল পাঠদানের লক্ষে ৮৩ টি বিদ্যালয়ে সর্বমোট ৮৩ টি ল্যাপটপ বিতরণ করা হয়।মতবিনিময় সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।