আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২৩ সনের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫টি পদের ১৪টিতে একাধিক প্রার্থী না থাকায় সে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম।
৬৭ ভোট পেয়ে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বনি আমিন বাকলাই। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে বীর মুক্তিযোদ্বা আব্দুল মান্নান রসুল, সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর হোসেন ও অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট জাকারিয়া রহমান জিহাদ, অ্যাডভোকেট কার্তিক চন্দ্র দত্ত ও অ্যাডভোকেট মোঃ আল আমিন ফরাজী, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আলীম, সম্পাদক ভিজিলেন্স পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাডভোকেট সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি উপ-পরিষদ পদে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস ও অ্যাডভোকেট সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম।