মোঃ মহিবুল ইসলাম বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় ২৬০ ইয়াবাসহ মোঃ কবির খান (৪২) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে কবির কে আটক করা হয়।
কবির সদর উপজেলার পদ্মা এলাকার মৃত হাশেম খানের ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে এই ব্যবসায়িক কে আটক করতে সক্ষম হই।
এ সময় তার শরীর তল্লাশি করে ২৬০ ইয়াবা জব্দ করা হয়। আটক কবিরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে