কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে কেন্দুয়া পৌর শহরের কোর্ট রোডস্থ সোনালী ব্যাংক সংলগ্ন উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমির রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের সদস্য ফরম পূরণ, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল কবির নিয়োগী, জেলা জামায়াতের আমির মাহবুবুর রহমান, জেলা শূরা সদস্য ও নির্বাচনী আসন পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
যোগদানকারী নেতা মাওলানা আনোয়ার হোসাইন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান যে, পর্যায়ক্রমে আরও অন্তত অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন।
অন্যদিকে, খায়রুল কবির নিয়োগী তার বক্তব্যে ইসলামের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি একটি সুষ্ঠু ও সমান সুযোগের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।


