দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এ,এম স্বপন জাহান(মধ্যনগর, সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় অস্ত্রের মালিকানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ টহল অভিযানে মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মো. সাইফুল তালুকদারের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, দুটি চাপাতি, ছয়টি দেশীয় দা, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সাতটি টেডা, সাতটি ফলার, একটি হ্যামার, নয়টি বর্ষা, একটি ধনুক, ৪২টি তীর, পাঁচটি বল্লম এবং একটি এসডব্লিউআর (SWR) স্টিক। আটককৃতরা হলেন মধ্যনগর উপজেলার গলহা গ্রামের সোনা মিয়া তালুকদারের ছেলে মো. সাইফুল ও নুরুল আমিন তালুকদারের ছেলে রবিন তালুকদার।

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এসব অস্ত্র গ্রহণের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version