জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান মেলা উদ্বোধন করেন।
এসময় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আরডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের সমাহার হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮.৩০টা বইমেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


