দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা বিএনপ’র দুই শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশপ্রাপ্তরা হলেন- কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া এবং ৬নং খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ অনুযায়ী, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর লিখিত অভিযোগের ভিত্তিতে বলা হয়েছে -অভিযুক্তরা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং বিভিন্ন সেতু নির্মাণের প্রতিশ্রুতিমূলক লিফলেট বিতরণ করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি ভোটারদের ভয়ভীতি ও প্রভাবিত করার অভিযোগও আনা হয়েছে।

বিচারিক কমিটির মতে, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি-১৮ (নির্ধারিত সময়ের আগে প্রচারণা) এবং বিধি-১৫(ঘ) (ভোটারদের প্রভাবিত করতে বলপ্রয়োগ) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে আগামী ২৪ জানুয়ারি একজনকে সকাল সাড়ে ১০টায় ও আরেকজনকে বিকেল সাড়ে ৩টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ভয়ভীতি, কার্ড বিতরণ কিংবা আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে আমি জড়িত নই। তদন্তে সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি।

অভিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করে আসছি। নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো কাজ আমি করিনি। আইনি প্রক্রিয়ায় হাজির হয়ে বিষয়টি স্পষ্ট করবো।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। আমাদের কোনো নেতা যদি ব্যক্তিগতভাবে ভুল করে থাকেন, আইন অনুযায়ী তার বিচার হোক। তবে আমরা মনে করি- নির্বাচনের মাঠে একটি পক্ষকে সুবিধা দিতে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও থাকতে পারে।

তিনি আরও বলেন, ইউএনও ও ১০ দলীয় জোটের প্রার্থীর মধ্যে কোনো ধরনের যোগসাজশ আছে কি না- এই প্রশ্ন জনমনে তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা।

এ বিষয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও সেই নীতিতেই দায়িত্ব পালন করবো।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা একই অভিযোগে একাধিক বিএনপি নেতার বিরুদ্ধে নোটিশ জারির ঘটনায় কলমাকান্দা–দূর্গাপুর এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে- এটি কি নিছক আইন প্রয়োগ, নাকি নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারের কৌশল?

এখন সব নজর ২৪ জানুয়ারির শুনানির দিকে। ওইদিনের ব্যাখ্যা ও পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে, অভিযোগের পরিণতি কোন দিকে গড়ায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version