নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।
২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় চলাচলরত সন্দেহভাজন যানবাহন, অটোরিকশা এবং মোটরসাইকেল থামিয়ে নিবিড়ভাবে তল্লাশি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যৌথ বাহিনীর এই আকস্মিক ও কঠোর অবস্থানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাবোধ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে এ ধরনের নিয়মিত টহল ও চেকপোস্ট সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের এমন সমন্বিত প্রচেষ্টাকে সাধুবাদ জানান তারা।
২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপালনকারী সেনা কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই টহল ও নজরদারি কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


