নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেককে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াবের সভাপতিত্বে আয়োজিত এই বিতরণপুর্ব আলোচনা সভায় প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য আছিয়া বারি খান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রাব্বি ভুইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক জামাল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরে আলম লিংকনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অত্র এলাকার কৃতিসন্তান মরহুম তারাব উদ্দিন তালুকদারের সুযোগ্য সন্তান ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুল ইসলাম তালুকদার প্রবাসে থেকেও নিজ জন্মভূমির শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছেন তা প্রশংসনীয়। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিখরে পৌঁছে দেয়ার লক্ষে তার এই ধারাবাহিক সহায়তা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল ইসলাম তালুকদার এক বার্তায় জানিয়েছেন, ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি দুর্গাপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই মেধা বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


