সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবি জানিয়েছেন মাড়ালা গ্রামবাসী। মাড়ালা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ভিলেজ প্লাটফর্ম যাহাতে গ্রামের উত্তর পাশে হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, যে গ্রামের মানুষের স্বার্থে উত্তর পাশে এই প্লাটফর্ম করতে হবে। তানভির হাসান বাবলু জানান,গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে।
এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মিত হলে গরু-বাছুর চলাচলে সমস্যা হবে, বৈশাখ মাসে বুরো ফসলের ধান গোলায় তুলতে চরম দুর্ভোগ পোহাতে হবে। মাওলানা সাইদুল ইসলাম জানান, গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর, ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষে একটি আবেদন দেওয়া হয়েছে।
তারপরও কোন উদ্যোগ নেওয়া হয় নি। দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যাবে। বক্তারা বলেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ থেকে সরিয়ে উত্তর দিকে মাত্র তিন থেকে চারশ ফুট দূরে নির্মাণ করার দাবী গ্রামবাসীর।
