নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার সতরোশ্রী বাজার এলাকা থেকে একটি আহত গন্ধগোকুল উদ্ধার করেছে জেলা বন বিভাগ। রবিবার (১১ জানুয়ারি) উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন, নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী।
এরআগে গতকাল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা প্রাণীটিকে রাস্তার পাশ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং বন বিভাগে খবর দিলে রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল গন্ধগোকুলটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে।
স্থানীয় বন বিভাগ জানায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা এবং দেড় ফুট উচ্চতার। দেখতে অনেকটা চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই এটিকে বাঘ মনে করে। রাতের বেলায় প্রাণীটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়। ধাক্কা লাগার পর সেটি রাস্তার পাশে পড়ে থাকে।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বন বিভাগে খবর দিলে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আজ (রবিবার) সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে গন্ধগোকুলটির চিকিৎসা শুরু হয়।
নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী বলেন, আমরা গন্ধগোকুলটিকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এর মাথায় আঘাত রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে এটিকে আবার বনে অবমুক্ত করা হবে।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণীটি পুরোপুরি সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে, যাতে এটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে।
