টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের হারাধন চন্দ্র বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে হৃদয় চন্দ্র বিশ্বাস (২৪) স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে চায়। ছোটবেলা থেকেই বাম পাশের চোখের পর্দার উপর মাংস একটু বৃদ্ধি ছিলো। বয়সের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে তার চোখের পাতা। চোখের পাতার উপরে মাংস অতিরিক্ত বৃষ্টি পেয়ে আজ পুরো চোখ ঢেকে গিয়েছে আজ। মাঝে মাঝেই রক্ত ঝরে চোখ দিয়ে।
গতবছর অগ্নিবীণা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয়ের এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো কিন্তু চোখের সমস্যার জন্য পরীক্ষা দেয়া হয়নি। অভাবের সংসারে ছোট বোনকে নিয়ে খাবার খরচ চালাতেই পিতা-মাতা হিমসিম খাচ্ছে হারাধন, চিকিৎসার তো দূরের কথা। বাবা হারাধনেরও সারা শরীরে ছোট বেলা থেকেই অসংখ্য ছোট-বড় ফোঁড়া।
ডাক্তার বলেছে দ্রুত অপারেশন না করালে বড় ধরনের সমস্যা হতে পারে। চোখের অপারেশনের জন্য সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছে হৃদয়। তাকে সাহায্য পাঠাতে ব্যক্তিগত নাগদ, বিকাশ নম্বর ০১৭৬০২২৫৫৫৮ ও শাহজালাল ইসলামি ব্যাংক একাউন্ট নম্বর Shikha Rani Biswas A/C No: 404812100016028
