মোহাম্মদ মোহসীন,নলছিটি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটি পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ।
এছাড়া উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিক দল এবং মহিলা দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো স্মৃতিচারণ করতে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে একত্রে হজ্ব করার কথা বলে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ ধরনের কর্মসূচি পালন করছে। নলছিটির এই দোয়া মাহফিলও সেই ধারাবাহিকতার অংশ।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন এবং দলের চলমান কার্যক্রমে আরও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment
