আবু নাসের সিদ্দিক তুহিন
আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর একজন নিবেদিত প্রাণ সেরা সংগঠক,কবি,নাট্যকর্মী বাংলা সাহিত্যের অন্যতম আরেকটি নক্ষত্র আকতারুজ্জামান সুলতান (৫৭) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে ইহজগতের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে চলে গেলেন না ফেরার দেশে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজেউন)।
৩ কন্যার জনক আকতারুজ্জামান সুলতান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। আমরা সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।শুক্রবার বাদ জুম্মা বিশ্রামগাছি ঈদগাঁতে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
কবি লেখক আকতারুজ্জামান সুলতান এর অকাল মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ,সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরি,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি নাজিরা পারভীন, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আহসানুল হাবিব মন্ডল, কবি আতাউর রহমান লিটন, এম এম জাকারিয়া, সুমাইয়া বিনতে সাখাওয়াত, ফিরোজ কবির,মাসুম মোরশেদ, নাজিরা জাহান,,হেলেন আরা সিডনি,হাফিজুল হিলালী বাবু, আনারুল ইসলাম রানা,সাহাদত হোসেন, অতুল চন্দ্র সাহা, দীন মোহাম্মদ আকন্দ, আশরাফুজ্জামান সরকার, সুশীল বাবু, খেয়ালী মোস্তফা, নাসরিন সুলতানা রেখা, আবুল কাশেম ইয়াসবির, সাংবাদিক আমিরুল ইসলাম কবির,এটিএম মোরশেদ, সাংবাদিক হারুন বাদল, ফেরদৌস আলম, অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজ নূর এ এলাহী, খাদিমুল ইসলাম খুদি, খাজা সুজন, রিয়াজুল হক সাগর, নুশরাত উপমা, সুফি জাহিদ হোসেন প্রমুখ।


