নিজস্ব প্রতিবেদক: “সাইবার সহিংসতাসহ নারী কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন” এই বিষয়কে প্রতিপাদ করে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে অজহর রোডস্থ মহিলা পরিষদ কার্যালয়ে সংস্থার লিগ্যাল এইড উপ-পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সভাপতি রেহানা সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম।
সংবাদ সম্মেলনে সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক ফারহানা সুলতানা লিখিত বক্তব্যে নভেম্বর-২০২৪ হতে নভেম্বর-২০২৫ সাল পর্যন্ত তাদের এক মেয়াদী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে।
তিনি বলেন, গত এক বছরে ৫৮টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে ৪৪টি। সালিশের মাধ্যমে মীমাংসিত হয়ে সংসারে ফিরে গিয়েছেন ৩৫ জন। অমীমাংসিত উভয়পক্ষ সময় নিয়েছে দুইটি। চারটি বিবাহ বিচ্ছেদ ঘটনায় দেনমোহর পরিশোধ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থায় মামলার জন্যে প্রেরণ করা হয়েছে তিনটি।
২০২৪-২৫ সালের নভেম্বর পর্যন্ত উভয়পক্ষ মীমাংসিত না হওয়ায় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দেনমোহর পরিশোধ করে সাত লাখ ৫০ হাজার টাকা ভুক্তভোগীদের মাঝে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সহ-সভাপতি সেফালী রানী সাহা, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা ও সহ-সাধারণ সম্পাদক উষা রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
