নিজস্ব প্রতিবেদক: ‘‘এসো মিলি সবে-নবান্নের উৎসবে’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে এ উৎসব পালিত হয়।
একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহবায়ক সজিম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ।
একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। এ উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য। অগ্রহায়ণ মাসের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা এবং সে ধানের প্রথম অন্ন ভোজনকে কেন্দ্র করে এ উৎসব পালন করা হয়। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহব্বান জানান তিনি।
আলোচনা শেষে, স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন।
