বরগুনা (প্রতিনিধি):- বরগুনার পাথরঘাটা উপজেলায় বিকল্প উপায়ে জীবিকায়নের লক্ষ্যে নারী সদস্যদের মধ্যে ভার্মি কম্পোস্ট সার (কেঁচো সার) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিসিডিবি এনগেজ প্রকল্পের উদ্যোগে পাথরঘাটা সদর, চরদুয়ানি ও কালমেঘা ইউনিয়নের ১৫ জন নারী সদস্যের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।
প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা হিসেবে এই কর্মসূচিতে মোট ৬টি টিন ও ৩টি সিমেন্ট চাড়ি বিতরণ করা হয়, যাতে নারী সদস্যরা নিজ নিজ বাড়িতে জৈব সার উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।
এ কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি, জৈব সার উৎপাদন ও জৈব কৃষি চর্চায় উৎসাহ দেওয়া। এর মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসারে ভূমিকা রাখতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন,এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার, অ্যাকাউন্টস এডমিন স্টলওয়ার্ট টিমোথি হালদার, কমিউনিটি অর্গানাইজার মরিয়াম আক্তার ও রাজিন আরা রনি।
