সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা -২০২৫ এ অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষায় অনেক টাকা ব্যায় হচ্ছে কিন্তু উন্নতি না হয়ে শিক্ষার অবনতি হয়েছে৷ প্রাথমিক শিক্ষাকে হুমকির মুখ থেকে বাচাতে হবে।
জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষার অবস্থা সম্পর্কে সকলেই সজাগ হলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই ছাপা হয়ে গোদামে ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে৷ নভেম্বরের ভিতরেই সব বই ছাপা শেষ হয়ে যাবে৷ নির্বচানের আগেই বই শিক্ষার্থীদের হাতর তুলে দেওয়া হবে৷ হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিশেষ উদ্যোগ নেওয়া হবে৷ শিক্ষার্থীরা যাতে মাদকের কবলে না পড়ে সে জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যান শাখা) দ্বিপান্বিতা দেবীর সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি অপারেশন) পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস চন্দ্র শীল, শিক্ষক নাসরিন আক্তার খানম, জয়নাল আবেদীন প্রমুখ। সভার শুরুতে জেলার শিক্ষা ব্যবসহার সার্বিক চিত্র ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।


