দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেট মহানগর এলাকায় গণপরিবহন সেবা চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় পুলিশ কমিশনার বলেন, “সিলেট একটি পর্যটননির্ভর নগরী। এই পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ও সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে অনেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, আবার মাঝপথে যাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

একটি সংগঠিত গণপরিবহন ব্যবস্থা চালু হলে এই সমস্যার সমাধান হবে।” তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব, ভাড়া-সাশ্রয়ী ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব দিক বিবেচনা করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও বিআরটিএসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।” সভায় পুলিশ কমিশনার জানান, নগরীর বিভিন্ন স্থানে অনুমতির চেয়ে বেশি গাড়ি রাখা হচ্ছে, যা সড়ক সংকীর্ণ করছে।

তিনি বলেন, “যেসব ব্যক্তি সরকারি রাস্তার জায়গা দখল করে দোকান বা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের সরিয়ে রাস্তাঘাট প্রশস্ত করা হবে। প্রয়োজনে দুই লেনকে তিন লেনে উন্নীত করা হবে।” গণপরিবহন ব্যবস্থা চালু হলে এর চারটি সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন-সময় সাশ্রয়, আরামদায়ক ভ্রমণ, কম ভাড়া এবং উন্নত যাত্রীসেবা। এ সময় তিনি বলেন, “অনেকে মনে করেন আমরা কাজগুলো তাড়াহুড়ো করে করছি। অথচ মাত্র এক মাসে ‘GenieA App’ চালু করেছি, যা আসলে এক বছরের কাজ ছিল। এটি তৃতীয় পক্ষের স্বার্থে নয়, নগরবাসীর সুবিধার জন্য করা হয়েছে।” সভায় পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন, গণপরিবহন ব্যবস্থা চালু হলে সিলেট একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version