নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় চাঞ্চল্যকর ও ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ ফুলাপুর উপজেলার মো. জাহাঙ্গীর আলম (২২) এবং আরেকজন একই জেলার কোতোয়ালী থানাধীন লিংকন (২২)।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে র্যাব-১৪ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে ময়মনসিংহের ভালুকা ও হালুয়াঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টার দিকে ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের কাছে রিয়াদকে গতিরোধ করে একদল যুবক। পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর এবং ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।
নিহত রিয়াদ ময়মনসিংহ শহরের কালিবাড়ি রোড এলাকার সাইদুল হক খাঁনের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭৮) দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি রাত ২টার দিকে ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট এলাকা থেকে দ্বিতীয় আসামি লিংকনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


