ঝালকাঠির নলছিটিতে নিজ নেওয়ার নামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান বিল্পব ও তার ভাই বদরুজ্জামান কাওসারের বিরুদ্ধে।
এ ঘটনায় গত ৪ অক্টোবর নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চান মল্লিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়র মৌজার ৬৭১ শতাংশ জমি ২০১০ সাল থেকে লিজ নেওয়ার কথা বলে অভিযুক্তরা ভোগদখল করে আসছে। জমি ফেরত চাইলে জমি ফেরত দেননি তারা।
এ বিষয়ে বদরুজ্জামান কাওসার বলেন,আমরা যাদের কাছ থেকে জমি লিজ নিয়েছি তাদের কাছে টাকা দিয়ে দেই। আমাদের জানা নেই সেখানে তাদের জমি আছে।
নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান জানান, উভয়ই পক্ষকে থানা আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।