জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী কারবারিকে আটক করা হয়েছে। র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুর এর একটি বিশেষ টীম রাত ৭.০৫ টায় দিনাজপুর পৌরসভা এলাকার জনৈক জাকির হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে একজন নারী কারবারি আটক করতে সক্ষম হয়।
এসময়, তার কাছ থেকে ২২১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নারী কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলার পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোবারক হোসেনের মেয়ে ও মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ ময়না (৩৮)। আটককৃত কারবারি বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিধি মোতাবেক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন।