ভোলা প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে তৎপর রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৩ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় সাগর এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় ১৮টি বরফ কল সিলগালা করা হয় এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,“মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন বৃদ্ধি পায়।