নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া কবিরাজের কবলে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। উপজেলার কলমাকান্দা পূর্ববাজারের বাসিন্দা একেএম মোজাম্মেল হক (৬২) অভিযোগ করেছেন, পিত্তথলীর পাথরের চিকিৎসার কথা বলে কবিরাজ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগে জানা যায়, কিছুদিন আগে আল্ট্রাসনোগ্রামে তার পিত্তথলীতে পাথর ধরা পড়ে। এ সময় গুতুরা বাজারের তামান্না স্টোরে কবিরাজী চেম্বার চালানো আরমান হোসেন কাঞ্চন নিজেকে বিশেষজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দেন, মাত্র দুই হাজার পাঁচশ টাকার বিনিময়ে কবিরাজ রোগ সারিয়ে দেবেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী টাকা প্রদান করে ওষুধ সেবন করলে অসুস্থতা বাড়তে থাকে। পরে তিনি বাধ্য হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হন।
ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া কবিরাজ শুধু প্রতারণাই করেননি, ভেজাল ওষুধের কারণে তার শারীরিক ক্ষতিও হয়েছে। এ ঘটনায় তিনি কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত কবিরাজ আরমান হোসেন কাঞ্চন বলেন, আমি অন্তত ১০ বছরের বেশি সময় ধরে এ রোগের চিকিৎসা দিয়ে আসছি। শুরু থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার ছয়শো রোগীকে সেবা দিয়েছি। আমার চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুস্থ মানুষকে আমি যদি ওষুধ খাওয়াই, তারও কোনো সমস্যা হবে না। ভুক্তভোগী আমার সাথে পরে আর যোগাযোগ করেননি।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।